ভারত মহাসাগর (Indian Ocean) সমন্ধে সংক্ষিপ্ত বর্ণনা

ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর, যার আয়তন প্রায় ৭৩,৪২৭,০০০ বর্গকিলোমিটার। আরব সাগর, বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর হলো ভারত মহাসাগরে অংশ। পৃথিবীর প্রায় ২০% জল এই সমুদ্রের অন্তর্গত। এর গড় গভীরতা ৩৮৭২ মিটার, কিন্তু এর সর্ব্বোচ গভীরতা ৭৭২৫ মিটার; যা জাভা দ্ব্বীপের দক্ষিণে অবস্থিত জাভা খাদ নামে পরিচিত।

ভারত মহাসাগরের পূর্বে অস্ট্রেলিয়া, পশ্চিমে আফ্রিকা, উত্তরে এশিয়া, এবং দক্ষিণে অ্যান্টার্কটিকা আছে।

অর্থনৈতিক ক্ষেত্রে এই সমুদ্র বিশেষ ভূমিকা পালন করে আসছে। চট্টগ্রাম, কলকাতা, মুম্বাই, চেন্নাই, মেলবোর্ন, জাকার্তা, কলম্বোর বন্দর গুলো এই সমুদ্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

Exit mobile version