বাংলাদেশে ই-কমার্স ব্যবসার জন্য কোন কোন ওয়েবসাইট ব্যবহার করে মার্কেটিং করা যায় ?

বাংলাদেশ বর্তমানে প্রচুর পরিমানে ই-কমার্স ব্যবসা বেড়ে গেছে| মহামারী করোনার জন্য অনেকেই ঘরে বসে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে| কিন্তু অনেকেই সঠিক ভাবে ই-কমার্স ব্যবসা করতে পারছে না| কারণ, ফেইসবুক মার্কেটিং দিয়ে বেশি গ্রাহক পাওয়া যাচ্ছে না| যার ফলে লাভ কম হচ্ছে| তাই আমি ২ টি ওয়েবসাইট এর নাম দিচ্ছি| কারণ, এই ২ টি ওয়েবসাইট এ আপনি খুব কম কষ্টে ডিজিটাল মার্কেটিং করে ব্যবসার প্রসার ঘটাতে পারবেন|

1. www.daraz.com

2. www.bikroy.com

এই ২ টি ওয়েবসাইটে মোটামোটি অনেক গ্রাহক ভিজিট করে প্রতিদিন|

Exit mobile version