প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও সমন্ধে আলোচনা এবং কিভাবে যেতে হয় ?

নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগড়াপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে সোনারগাঁও অবস্থিত। ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলে এই রাজধানী গড়ে উঠেছে বলে ধারণা করা হয়। বর্তমানে অনুপম স্থাপত্যশৈলীর প্রাকৃতিক সৌন্দর্য়ের নান্দনিক ও নৈসর্গিক পরিবেশে ঘেরা বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও। সোনারগাঁও-এর আরেকটি নাম ছিল পানাম। পানাম নগরের উভয় পাশে মোট ৫২টি পুরোনো বাড়ী এই ক্ষুদ্র নগরীর মূল আকর্ষণ। এই ভবন গুলো ছোট লাল ইট দ্বারা তৈরী, তাছাড়া ভবন গুলো কোথাও বিচ্ছিন্ন, আবার কোথাও সন্নিহিত।

পানাম শহরের ঠাকুরবাড়ি ভবন ও ঈশা খাঁ’র তোরণকে একত্রে নিয়ে মোট প্রায় ১৬ হেক্টর জমির মধ্যে লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন গড়ে উঠেছে। এখানে একটি লোকজ মঞ্চ, একটি জাদুঘর, সেমিনার কক্ষ ও কারুশিল্প গ্রাম রয়েছে। প্রতি শুক্রবার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্য়ন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

আপনি যদি সোনারগাঁও যেতে চান, তাহলে আপনি গুলিস্তান অথবা যাত্রাবাড়ী থেকে বাস পাবেন। এই বাসের মাধ্যমে আপনি মোরগাপাড়া বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে আপনি সিএনজি অথবা রিক্সার মাধ্যমে পানাম নগর বা সোনারগাঁও যেতে পারবেন।

Exit mobile version