দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC) এর সংক্ষিপ্ত বর্ণনা।

৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার প্রধান আন্তঃসরকারি সংস্থা এবং ভূ-রাজনৈতিক ইউনিয়ন (SAARC)। একে সংক্ষিপ্ত ভাবে বলা হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC)। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এর সদস্য। বর্তমানে এর সদর দপ্তর কাঠমান্ডু, নেপালে অবস্থিত। 2019 সালের হিসাবে, সার্ক বিশ্বের ভূমি এলাকার 3%, বিশ্বের জনসংখ্যার 21% এবং বিশ্ব অর্থনীতির 4.21 শতাংশ (US$3.67 ট্রিলিয়ন) নিয়ে গঠিত।

Exit mobile version