বর্তমানে ডলার কেনা-বেচা করার লক্ষে অনেক গ্রুপ গড়ে উঠেছে| যারা ফেইসবুক, হোয়াটস্যাপ, টেলিগ্রাম এর মাধম্যে ডলার কেনা-বেচা করে থাকে| কিন্তু এইসব গ্রুপ এর মধ্যে কিছু অসাধু ব্যক্তি ডলার কেনা-বেচার নামে প্রতারণা করে থাকে, যার ফলে অনেকেই অনেক টাকা লস করছে| তাই এইসব গ্রুপ থেকে ডলার ক্রয়-বিক্রয় এর সময় কিছু সাবধানতা অবলম্বন করবেন| নিম্নে সাবধানতা গুলো তুলে ধরা হলো-
ডলার ক্রয়-বিক্রয় ফেস টু ফেস করবেন|
ডলার ক্রয়-বিক্রয় এর সময় গ্রুপ অ্যাডমিন এর মাধম্যে করবেন বা গ্রুপ অ্যাডমিন পরামর্শ নিবেন|