ক্রিপ্টোকারেন্সি কি ?

ক্রিপ্টো কারেন্সি একধরনের সাংকেতিক ডিজিটাল মুদ্রা। শুধুমাত্র ইন্টারনেট জগতেই এই মুদ্রা ব্যবহার করা হয়। বাস্তবে এই ধরনের মুদ্রার কোন অস্তিত¦ নেই। এটি এমন একধরনের মুদ্রা, যা কোন দেশের সরকার ছাপায়নি। বরং এই মুদ্রা ইন্টারনেট এক্সপার্টদের দ্বারা জটিল কোডের মাধ্যমে তৈরি হয়েছে। ২০২০ সাল থেকে এই মুদ্রার ব্যবহার প্রচুর পরিমাণে বাড়তে থাকে, এবং অনেক কোম্পানী এই মুদা দ্বারা প্রোডাক্ট ক্রয়-বিক্রয় শুরু করেছে। তাছাড়া, অনেক বিনিয়োগকারী এই মুদ্রার উপর বিনিয়োগ করছে। তাই এই মুদ্রাকে বলা হয় “ডিজিটাল গোল্ড”।

Exit mobile version