ক্রিপ্টোকারেন্সির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে অনেক ক্রিপ্টো কোম্পানী গড়ে উঠছে এবং বিভিন্ন কোম্পানী নিজস্ব ক্রিপ্টো মুদ্রা তৈরী করছে, যেমন বর্তমানে ফেসবুক লিবরা (Libra) নামক ক্রিপ্টো মুদ্রা চালু করছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ব্যবসা পরিচালনার জন্য দরকার হবে দক্ষ জনবল। তাই ক্রিপ্টো-ইকোনমিক্স নিয়ে জ্ঞান অর্জন করা ভালো। ক্রিপ্টোকারেন্সির উপর মানুষকে দক্ষ করতে “Coinbase” Learn & Earn নামে একটি প্রজেক্ট চালু করেছে। যেখান থেকে আপনি শিখার বিনিময়ে ক্রিপ্টোকয়েন পাবেন। এই লিংকের মাধ্যমে আপনি আরও জানতে পারবেন- www.coinbase.com/earn