- দুজন দুজনের প্রশংসা করুন।
- দুজন দুজনের সাথে কখনো মিথ্যা বলবেন না। প্রয়োজনে কথা গোপন করুন কিন্তু মিথ্যা বলবেন না।
- দুজন দুজনকে সম্মান করতে শিখুন। সাথে একে অপরের পরিবার কে সম্মান করুন।
- কখনো দুজন দুজনের দুর্বল বিষয় বা দোষ নিয়ে উপহাস করবেন না। বরং ধীরে ধীরে ঠান্ডা মাথায় তার দুর্বলতা বা দোষ গুলো তুলে ধরুন এবং তা শুধরানোর উপায় বলুন।
- দুজন দুজনের সামনে হাসি মুখে থাকার চেষ্টা করুন।
- একে ওপরের চিন্তা-ভাবনার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। বরং একে অপরকে বুঝার চেষ্টা করুন।
আমার কাছে যতটুকু ভালো মনে হলো ততটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি মনে করি এই বিষয় গুলো মেনে চললে স্বামী-স্ত্রীর সম্পর্ক সব সময় ভালো থাকবে।