শারিয়াহ হলো আল্লাহর আইন। কুরআন ও হাদিসের ওপর ভিত্তি করে শারিয়াহ আইন প্রতিষ্ঠিত। শরিয়াহর মূলত দুটি উৎস আছে একটি হলো ইজমা ও আরেকটি কিয়াস। তবে ইজমা ও কিয়াসও কুরআন-হাদিসের মূলনীতির ওপরেই হতে হবে।
পৃথিবীতে হাতেগোনা কিছু মুসলিম দেশে আংশিক শরিয়াহ আইনের চর্চা আছে। তবে কোথাও পূর্ণাংগ শরিয়াহ আইন প্রয়োগ করে না।