পাথর ও প্রকৃতির মায়ায় ঘেরা ভোলাগঞ্জ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। আপনার মনে হতে পারে এটি কোনো বাণিজ্যিক এলাকা , কিন্তু এই এলাকা প্রকৃতির সৌন্দর্যে ঘেরা। ভোলাগঞ্জের সীমান্তে দাঁড়িয়ে আছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর ঝর্ণাধারা এবং সাদা পাথর ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুন। জুন থেকে ডিসেম্বর মাস, এই সময় ভোলাগঞ্জে গেলে সৌন্দর্য বেশি উপভোগ করতে পারবেন। এই এলাকায় গেলে দেখতে পারবেন কিভাবে পাথর উত্তোলন করা হয়। এছাড়া আছে উৎমাছড়া এবং তুরুংছড়ার মতো সুন্দর জায়গা।

যদি আপনি ভালগঞ্জে যেতে চান তাহলে আপনাকে প্রথমে সিলেট সদরে আসতে হবে। সেখান থেকে বিআরটিসি বা লোকাল বাসের মাধ্যমে অথবা সিএনজির মাধ্যমে আপনি ভোলাগঞ্জের জিরো পয়েন্টে যেতে পারবেন।

Exit mobile version