সুন্দর একটি বিকেল কাটানোর জন্য ঢাকার ৩০০ ফিটে গড়ে উঠেছে নকশিপল্লী। এর গ্রামীণ পরিবেশ যেমন, কাঠের রাস্তা, ছনের ঘর, টানা বারান্দা ও বসার স্থানে গ্রামের প্রতিছব্বি ফুটে উঠে। শরৎকালে কাশফুলের জন্য এর সৌন্দর্য আরো বেড়ে যায়।আপনি চাইলে আপনার যেকোনো প্রোগ্রামের জন্য ভাড়া নিতে পারবেন। কারণ, নকশিপল্লী মূলত একটি রেস্টুরেন্ট।
ঢাকার যেকোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে ৩০০ ফিট। সেখান থেকে পূর্বাচল যাওয়ার রাস্তা ধরে বোয়ালিয়া ও বালু ব্রীজ পার হয়ে ডান দিকের রাস্তা ধরে ভোলানাথপুর কবরস্থানের রাস্তার কিছুটা ভিতরে অবস্হিত অথবা কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে নকশিপল্লী কোথায় অবস্থিত।