ক্রিপ্টোকারেন্সিতে এ্যানালাইসিসের গুরুত্ব কেমন, এবং কি ভাবে এ্যানালাইসিস করতে হয় ?

ক্রিপ্টোকারেন্সিতে এ্যানালাইসিসের গুরুত্ব অপরিসীম। কারণ, ক্রিপ্টোকারেন্সিতে সঠিক এ্যানালাইসিসের মাধ্যমে আপনি অনেক আয় করতে পারবেন পাশাপাশি আপনি নতুন বিনিয়োগকারীদের গাইড ও করতে পারবেন।

ক্রিপ্টোকারেন্সিতে লাভ হয় তখনি, যখন মার্কেট উদ্ধমুখি (বুলিশ) ট্রেন্ডে থাকে। তাই এর এ্যানালাইসিস সহজ। আপনি প্রথমে ট্রেন্ড লাইন সম্বন্ধে শিখুন, যাতে মার্কেট কোন ট্রেন্ড এ আছে তা জানতে পারেন। যেমন:- মার্কেট বুলিশ নাকি বিয়ারিশ ট্রেন্ডে আছে তা জানা। সার্পোট-রেসিসটেন্স সম্বন্ধে শিখুন, কারণ সার্পোট-রেসিসটেন্স দ্বারা ক্রিপ্টোকয়েনের প্রাইজ জোন বের করা হয়। এছাড়াও আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল ও সোশ্যাল সাইটের গ্রুপ থেকে কয়েন বাই করার ব্যাপারে ডাটা সংগ্রহ করতে পারবেন, যাকে সেন্টিমেন্ট এ্যানালাইসিস বলে। বিভিন্ন ক্রিপ্টো মুদ্রার নিউজ এর উপর চোখ রাখতে হবে। কারণ, নিউজের প্রভাব ক্রিপ্টো কয়েনের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে।  

Exit mobile version