কিভাবে ফাইবার এর ক্লায়েন্ট ধরে রাখবেন ?

প্রথমত, ফাইবার কাজ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি মূল্যায়ন করবেন ক্লায়েন্ট এর দেওয়া নির্দিষ্ট সময়। কারণ, ফাইবার এ নির্দিষ্ট সময়ে কাজ জমা দিতে হয়।

দ্বিতীয়ত, ক্লায়েন্ট এর মেসেজের রিপ্লাই যত জলদি সম্ভব দিবেন। কারণ, ক্লায়েন্ট সাধারণত কয়েকজন এ কাজে এর জন্য নক করে, যার সাথে কাজ এর ডিল ভালো ভাবে সম্পন্ন হয় তাকে কাজ দিয়ে থাকে। তাই যত জলদি পারেন ক্লায়েন্টের রিপ্লাই দিবেন।

তৃতীয়ত, ক্লায়েন্ট এর সাথে কাজ নিয়ে ভালোভাবে আলোচনা করবেন এবং কাজের আপডেট দিবেন. এতে ক্লায়েন্ট নিশ্চিন্তে থাকে।

উপরোক্ত নিয়ম গুলো মেনে কাজ করলেই ফাইবার এ ভালো কাজ পাবেন।

Exit mobile version