এন্টিবায়োটিক এর ব্যবহার বিধিমালা কি ?
এন্টিবায়োটিক এর অপব্যবহার আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে। নিজ ইচ্ছায় বা ফার্মাসির সেলস ম্যান এর পরামর্শে কখনো এন্টিবায়োটিক সেবন উচিত নয়। বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শে এন্টিবায়োটিক সেবন করলে অবশ্যই পুরো কোর্স ঔষধ খেতে হবে। ঔষধ সেবনের এক পর্যায়ে ভালো বোধ করলেও বাকি ঔষধ সেবন শেষ করতে হবে। পুরো কোর্স ঔষধ সেবন না করলে শরীরে এন্টিবায়োটিক রেসিস্টেন্স তৈরী হয় যার ফলে পরবর্তী কালে এন্টিবায়োটিক কাজ নাও করতে পারে।
সবার জন্য শুভকামনা।