অনেকেই লেবার কোর্টের বিষয় গুলো জানে না,তাই এই বিষয়ে আলোচনা করতে চাই।
শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে ১৯৬৯ সালে শিল্প সম্পর্কিত অধ্যাদেশের ৩৫ (২) ধারাঅনুযায়ী লেবার কোর্ট গঠিত হয়।লেবার কোর্টে কেবলমাত্র শ্রমিকদের মামলা গ্রহণ করা হয়।লেবার কোর্টে কেবলমাত্র শ্রমিকদের মামলা গ্রহণ করা হয়। এই আদালতে শ্রমিকদের যে বিষয়গুলো বিবেচনা করা হয় সেগুলো হলো:
- বেতন না দেওয়া বা প্রতুশ্রুতি অনুযায়ী বেতন না দেওয়া।
- নির্দিষ্ট সময়ে বেতন না দেওয়া।
- উৎসব ভাতা বা বোনাস না দেওয়া।
- চিকিৎসা খরচ না দেওয়া।
- সাপ্তাহিক ছুটি না দেওয়া।
- কর্মক্ষেত্রে অতিরিক্ত সমেয়র জন্য মূল্য না দিলে।
- অন্যায়ভাবে শারীরিক বা মানসিক নির্যাতন করলে।
- অযথা বরখাস্তের হুমকি দিলে।
উপরোক্ত বিষয়গুলো নিয়ে শ্রমিকরা লেবার কোর্টে মামলা করতে পারে।