ফরেক্স মার্কেটে বেশী ট্রেড করে কি বেশী লাভ করা সম্ভব ?

ফরেক্স মার্কেটে বেশী ট্রেড করলে যে বেশী লাভ হবে এই কথা টা না মেনে ট্রেড করা খুবই উত্তম একটা কাজ। কারণ, বেশী ট্রেড করতে চাইলে আপনাকে বেশী বেশী এ্যানালাইসিস করতে হবে এবং বিভিন্ন টাইমফ্রেমে ট্রেড খুজতে হবে। কিন্তু বেশী ট্রেড করার ফলে আপনার মানি ম্যানেজমেন্ট এর নিয়ম-কানুন অনুসরণ না হতে পারে। যার ফলে আপনার মূলধন বিপদে থাকবে, এবং যে কোন দিন নিউজ ইম্প্যাক্ট এর কারণে আপনার মূলধন থেকে লস হয়ে যাওয়ার সম্ভবনা থাকে ৮০%। তাই বেশী ট্রেড না করে একটি পারফেক্ট ট্রেড করলে প্রত্যেক মাসে লাভবান থাকা যাবে।

ট্রেড করার জন্য সঠিক সময় কোনটি ?

ফরেক্স ট্রেডে কোন দিন বা রাত নেই। অসংখ্য ট্রেডার ২৪ ঘন্টার মধ্যে বিভিন্ন সময় ট্রেড করে থাকে। বাংলাদেশের কিছু ট্রেডার আছে যারা রাত ৩ টায় ট্রেড করে থাকে, এই ট্রেডগুলো সাধারণত অনেক দিনের জন্য খোলা হয়ে থাকে। বাংলাদেশের ট্রেডাররা স্বল্প সময়ে ট্রেড করে ভালো লাভ করার জন্য দুপুর ১ টা থেকে রাত ১০ টা হলো আদর্শ সময়।

কিভাবে সকল প্রকার ইন্ডিকেটর খুজে বের করবো ?

সঠিক ইন্ডিকেটর ব্যবহরের মাধ্যমে আপনি খুব সহজে টেকনিক্যাল এ্যানালাইসিস করতে পারবেন। আর সকল প্রকার ইন্ডিকেটর খুজে পাওয়ার জন্য আপনি এই www.mql5.com/en/code/mt4/indicators লিংকে ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে আপনি সকল প্রকার ইন্ডিকেটর খুজে পাবেন। আপনি এই ওয়েবসাইটে ইন্ডিকেটর এর রিভিউ দেখতে পারবেন। যার ফলে, আপনি সঠিক ইন্ডিকেটর খুব সহজে খুজে বের করে ব্যবহার করতে পারবেন।

কিভাবে একটি ফরেক্স স্ট্রাটেজি নির্বাচন করবো ?

আপনি যদি একটি সঠিক ফরেক্স স্ট্রাটেজি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি খুব সহজে ফরেক্স থেকে আয় করতে পারবেন। কিন্তু একটি সঠিক স্ট্রাটেজি নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয়বস্তুর উপর লক্ষ্য রেখে স্ট্রাটেজি নির্বাচন করতে হবে। নিম্নে বিষয়বস্তুগুলো তুলে ধরা হল-

১.একটি স্ট্রাটেজি যাতে ফরেক্স মার্কেটে বার বার ট্রেড নেওয়ার জন্য সিগন্যাল না দেয় যেমন, একবার বাই সিগন্যাল দেওয়া, একবার সেল সিগন্যাল দেওয়া।

২.মার্কেট ট্রেন্ড ফলো করে স্ট্রাটেজি ট্রেড সিগন্যাল দিবে। যেমন, মার্কেট ট্রেন্ড বুলিশ (উর্দ্ধমুখি) থাকলে স্ট্রাটেজিও বাই সিগন্যাল দিবে। মার্কেট ট্রেন্ড বেয়ারিশ (নিম্নমুখি) থাকলে স্ট্রাটেজিও সেল সিগন্যাল দিবে।

৩.স্ট্রাটেজি হবে সহজ। কারণ, ফরেক্স মার্কেট খুবই জটিল, এখান থেকে লাভ করাও কষ্টসাধ্য ব্যাপার। তাই স্ট্রটেজি যদি সহজ হয়, তাহলে আপনি খুব সহজে চার্ট পড়তে পারবেন এবং লাভজনক ট্রেডে এন্ট্রি নিতে পারবেন।

উপোরক্ত বিষয় বিবেচনা করে ট্রেডিং স্ট্রাটেজি নির্বাচন করলে, আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন।

একজন দক্ষ ট্রেডার হওয়ার জন্য কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে ?

একজন দক্ষ ট্রেডার হওয়ার জন্য আপনাকে টেকনিক্যাল এ্যানালাইসিস(ট্রেন্ডলাইন, সার্পোট-রেসিসটেন্ট, চার্টপ্যাটেন, ক্যান্ডল স্টিক), ফান্ডামেন্টাল এ্যানালাইসিস এবং সেন্টিমেন্ট এ্যানালাইসিস সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এই ৩ টি এ্যানালাইসিসের উপর ভিত্তি করে একজন দক্ষ ট্রেডার ট্রেডে এন্ট্রি করে।

এ্যানালাইসিস শিখা শেষ হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে হবে। কারণ, ফরেক্স মার্কেটে টিকে থাকার মূল মন্ত্র হলো মানি ম্যানেজমেন্ট। আপনার অ্যাকাউন্টের মূলধন যদি লস করে ফেলেন, তাহলে তা পুনরুদ্ধার করা খুবই কষ্টকর। যদি আপনি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করেন, তাহলে লস হওয়ার সম্ভবনা অনেক কম থাকে।

ফরেক্স ট্রেডের জন্য কিভাবে ভালো ব্রোকার নির্বাচন করবো?

ভালো ফরেক্স ব্রোকার নির্বাচন করার জন্য চারটি বিষয় অবশ্যই দেখে নিতে হবে। বিষয়গুলো হলোঃ- (১) রেগুলেটেড ব্রোকার কিনা, তা যাচাই করা (যেমন, USA এর National Futures Association “NFA” এর অর্ন্তভূক্ত), (২) স্প্রেড চার্জ কম নেয় নাকি বেশী নেয়, তা যাচাই করা, (৩), মোট কতগুলো কারেন্সী পেয়ার এবং কমোডিটি পেয়ার ট্রেড করার জন্য উন্মুক্ত আছে, তা যাচাই করা, (৪)https://www.forexpeacearmy.com/ ওয়েরসাইটে ব্রোকারের রিভিউ কেমন তা যাচাই করা।

একজন নারী স্বামীর দ্বারা নির্যাতিত হয়েছে। এখন ঐ নারী স্বামীকে তালাক না দিয়ে আইনি সহায়তা নিতে পারবে ?

যদি কোনো স্বামী তার স্ত্রীকে নির্যাতন করে। তাহলে, প্রথমে ওই নারী সরকারী হাসপাতালে চিকিৎসা নিবে। এরপর, চিকিৎসার কাগজ পত্র এবং বিবাহের কাবিননামা/নিকাহনামা নিয়ে সংশ্লিষ্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর সংশ্লিষ্ট ধারায় মামলা করতে পারেন। এতে নির্যাতন কারী স্বামী কে তালাক দিতে হবে না।

যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে আইন সহায়তাকারী লিগ্যাল এইড অফিসে গিয়ে অভিযোগ করতে পারেন।

মামলা চলাকালীন সময় বিদেশ গমন করা যায় কিনা ?

যদি আপনার নামে মামলা থাকে কিন্তু আদালত আপনাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার নিষেধাজ্ঞা না দিয়ে থাকে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন। কিন্তু তখন বিদেশ গমন করার ব্যাপারে আপনাকে আদালত এই ব্যাপারে জানাতে হবে। এবং আপনি কেন যেতে চান তা প্রমাণাদি সহ আদালতে পেশ করতে হবে।

দৈনিন্দন জীবনে আইনি পরামর্শের জন্য কি করা উচিত ?

বর্তমানে বাংলাদেশে একটি ওয়েবসাইট রয়েছে যার নাম Legal Home (www.legalhome.org)-এর মাধ্যমে আপনি আইনি সমস্যা সমাধানের জন্য সহায়তা পাবেন।বর্তমানে অনেক আইন বিভাগের ছাত্র, আইনজীবী লিগ্যাল হোমের সাথে সংযুক্ত থেকে কাজ করছে।তাই আপনি চাইলে খুব সহজে এই ওয়েবসাইট থেকে আইনি পরামর্শ নিতে পারবেন।এছাড়া, মানুষ এখন যেকোনো সমস্যার সমাধান ইন্টারনেট বা ফেসবুকে খুঁজে থাকেন। তাই লিগ্যাল হোম ওয়েবসাইটের ফেসবুক গ্রুপ রয়েছে। ফেসবুক গ্রুপের লিংক-www.facebook.com/groups/legalhome. এই গ্রুপ থেকে আপনি বিনামূল্যে আইনি সমস্যার সমাধান খুব সহজে পেয়ে যাবেন।

আমি আইন বিভাগের ছাত্র না, তাই আমি আইন সম্পর্কে কিভাবে জানবো?

আইন সম্পর্কে জানা এবং আইন সমন্ধে বিস্তারিত জানা এই ভাবে ভাগ করে নিতে পারেন আইন সমন্ধে জানার জন্য।

যদি আপনি আইন সম্পর্কে জানতে চান তাহলে আইনের আপনি বই পড়ুন এবং আইন সম্পর্কিত ওয়েবসাইট থেকে আইন সমন্ধে জানুন।

আর যদি আপনি আইন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আইনের বই পড়ার পাশাপাশি বিজ্ঞ কোনো আইনজীবীকে অনুসরণ করুন। সুযোগ পেলে আপনার আইন চর্চা প্রেটিক্যাল ভাবে এপলাই করুন। এতে আপনি সমন্ধে বিস্তারিত জানতে পারবেন।