একজন ভালো বান্ধবীর বৈশিষ্ট্য কী হওয়া উচিত ?

একজন ভালো মেয়ে যে কোনো ছেলের বান্ধবী হয় না। কিন্তু কিছু ভালো ছেলেদের সাথে বন্ধুত্ব করে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি একজন ভালো বান্ধবী পেয়েছেন, তার কিছু বৈশিষ্ট নিম্নে দেওয়া হলো-

  • আপনাকে অপমান করবে না।
  • বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করবে।
  • সবসময় আপনার খোঁজ খবর রাখবে।
  • কথা দ্বারা আপনাকে আঘাত করবে না।
  • আপনার শুভাখাঙ্কী হবে।
  • আপনার সাথে অযথা তর্ক করবে না।

একজন ছেলে আর মেয়ে কি সবসময় বন্ধু থাকতে পারে ?

একজন ছেলে এবং মেয়ের মাঝে খুব সহজে বন্ধুত্ব হয়ে উঠতে পারে। কিন্তু বর্তমানে এই বন্ধুত্ব একসময় ভালোবাসা বা কামনায় রূপ নেয়। যদি এই ভালোবাসা বা কামনা উভয় প্রকাশ করে তাহলে তখন দুইজনের মাঝে ভালোবাসা বা অন্য রকম সম্পর্ক সৃস্টি হয়। আর যদি প্রকাশ না পায় তাহলে তা আজীবন বন্ধুত্ব হিসেবে থেকে যায়।

ভালো বন্ধু কিভাবে হওয়া যায় ?

বন্ধুত্ব করতে হলে আপনাকে ভালো বন্ধু হতে হবে। কারণ, আপনি যেমন একজন ভালো বন্ধু আশা করেন, ঠিক তেমনি অপরজনও ভালো বন্ধু আশা করে। তাই আপনি নিজে কিছু বিষয় মেনে চললে আপনিও অপরজনের জন্য ভালো বন্ধু হয়ে উঠবেন। নিচে বিষয় গুলো তুলে ধরা হলো-

  • যদি আপনার বন্ধু বিপদে থাকে তাহলে তাকে সাহায্য করুন।
  • যদি সে আপনাকে কোনো গোপন কথা বলে থাকে তা আপনি অন্য বন্ধু দের জানাবেন না।
  • তার সাথে আপনার কিছু না কিছু পার্থক্য থাকবে। সেগুলো নিয়ে উপহাস করবেন না।

মেয়ে বন্ধু পাওয়ার উপায় কি ?

বন্ধুত্বে কোনো ছেলে অথবা মেয়ে নেই।  কারণ, বন্ধুত্বে কোনো রকম স্বার্থ থাকতে পারে না। আর যদি স্বার্থ থাকে সেট বন্ধুত্ব নয়। কিন্তু অনেকে একজন মেয়ে বন্ধু চায়। তাই মেয়ে বন্ধু পাওয়ার জন্য কিছু টিপস অনুসরণ করলে আপনি খুব সহজেই মেয়ে বন্ধু পেয়ে যাবেন। টিপস গুলো নিম্নে দেওয়া হলো-

  • নিজের চরিত্র ভালো রাখুন। কারণ, অনেকে মেয়ে বন্ধুর সাথে সেক্সচুয়াল কথা বলতে চায়। যা অনেক মেয়ে পছন্দ করে না।
  • নিজেকে স্মার্ট রাখুন। কারণ মেয়েরা খুব সহজেই স্মার্ট ছেলেদের প্রতি ইমপ্রেস হয়ে যায়।
  • কথা গোপন রাখতে শিখুন। কারণ, যদি কখনো কোনো মেয়ে জানতে পারে যে আপনি আপনার বন্ধু দের গোপন কথা অন্য বন্ধু দের কাছে বলে দেন। তাহলে মেয়েরা আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে না।

উপরোক্ত টিপস গুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই মেয়ে বন্ধু পেয়ে যাবেন।

কি কারণে একজন মানুষের বন্ধু থাকে না ?

আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কোনো বন্ধু নেই। আবার বন্ধুত্ব গড়ে উঠলে তা আবার ভেঙে যায় কিছুদিন এর মধ্যে। এর কিছু কারণ রয়েছে যা নিচে তুলে ধরা হলো-

  • যদি মনের মধ্যে অহংকার থাকে।
  • নিজেকে অন্য সবার উর্দ্ধে মনে করলে।
  • সবসময় নিজের প্রশংসা করলে।
  • অন্যের কথার কোনো মূল্যায়ন না করলে।
  • কোনো কথা দিয়ে কথা না রাখলে।
  • বিপদের সময় সহযোগিতার হাত না বাড়ালে।
  • সবসময় নিজেকে প্রতিযোগিতার মধ্যে রাখলে।

উপরক্ত কারণ গুলোর জন্য একজন মানুষ কখনও বন্ধু পায় না। তাই এইসব দোষ গুলো নিজের মধ্যে থেকে দূর করতে হবে।

বাজে বন্ধুর কি কি লক্ষন থাকে ?

বন্ধু আমরা সবাই কম বেশি নির্বাচন করে থাকি। এর মধ্য কিছু ভালো থাকে আবার কিছু খারাপ। তাই, প্রশ্ন সাপেক্ষে একজন বাজে বন্ধুর কিছু গুণাবলী তুলে ধরলাম।

  • আপনাকে মাদক সেবনে উদ্বত্ত করবে।
  • আপনাকে যেকোনো জায়গায় অপমান করবে।
  • আপনার দোষ অন্য জন কে বলে দিবে।
  • আপনার কোনো ক্ষতি করতে দ্বিধা বোধ করবে না।
  • সে আপনার ভালো কিছু বা আপনার উন্নয়ণ দেখতে পারে না।

বন্ধুত্বের মাঝে মনোমালিন্য হলে কি করতে হবে ?

যদি আপনি বন্ধুত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে আপনি আপনার দোষ খুঁজে বের করবেন এবং আপনি তার কাছে মাফ চাইবেন। এতে আপনার বন্ধুত্ব নষ্ট হবে না। আবার আপনার বন্ধু যদি ভুল করে তাহলে তাকে ক্ষমা করে দিন, এতে আপনার বন্ধুত্ব আরো ভালো হবে। কিন্তু যদি বন্ধুত্বের মাঝে বার বার ভুল বুঝা-বুঝি হয়, তাহলে সেই বন্ধুত্ব না রাখাই ভালো।

বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য কি দরকার ?

বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তেমন বেশি কিছু লাগে না। শুধু ২টা জিনিস দরকার হয় আর তা হলো ১. বিশ্বাস ২. সহযোগিতা।

বিশ্বাস: বিশ্বাস ভঙ্গ করলে যে কোনো বন্ধুত্ব অনায়েসে নষ্ট হয়ে যায়। কারণ, আপনার বন্ধু যদি আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললে আর আপনার সাথে বন্ধুত্ব রাখতে চাইবে না।

সহযোগিতা: যখন কোনো বন্ধু বিপদে থাকে বা কষ্টে থাকে তখন তার সহযগিতা খুবই দরকার হয়। কিন্তু তখন যদি আপনি সহযোগিতা না করে উল্টো নিজেকে গুটিয়া রাখেন তাহলে আপনার বন্ধুত্ব টিকার সম্ভবনা খুবই কম থাকে।

তাই এই ২টা জিনিস ঠিক মতো পালন করার চেষ্টা করবেন।

একজন বন্ধুর কী কী গুণ থাকা দরকার ?

গুনের তালিকা ধরে কখনো বন্ধু খোঁজা যায় না. কিন্তু কিছু গুন্ প্রত্যেক বন্ধুর মাঝে থাকা উচিৎ, যা দ্বারা আপনার বন্ধুত্ব টিকে থাকে। নিম্নে একজন বন্ধুর গুন্ গুলো তুলে ধরা হলো-

  • আপনার পছন্দ কে গুরুত্ব দিবে আপনার বন্ধু।
  • আপনাকে কখনো কোনো ভালো কাজের ব্যাপারে না বলবে না।
  • আপনার মেধার সর্বোচ্চ বের করে আনার জন্য চেষ্টা করবে।
  • টাকা-পয়সা আপনার সাথে লেনদেন করতে ভয় পাবে না।
  • আপনার সকল কথা শুনবে এবং আপনাকে সঠিক উপদেশ দিবে।

প্রকৃত বন্ধু কাকে বলে ?

যে বন্ধু সবসময় আপনার পাশে থাকে। আপনাকে সহযোগিতা করতে কখনো পিছপা হয় না। যদি আপনার উপকার করতে না পারে কিন্তু আপনার কখনো ক্ষতি করে না। আপনাকে সঠিক উপদেশ দেয়। যার কাছে আপনি আপনার সব মনের কথা খুলে বলতে পারেন, তাকে প্রকৃত বন্ধু বলে।

Exit mobile version