সিলেটের শ্রীমঙ্গল ভ্রমণের জন্য খুব সুন্দর জায়গা। আমার মতে বর্ষাকালের শেষের দিকে ঘুরতে যাওয়া উত্তম সময়। শ্রীমঙ্গলের যেসব জায়গা আপনি অবশ্যই ঘুরতে যাবেন, সেই জায়গা গুলোর নাম হলো-
- শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়াম।
 - বধ্যভূমি ৭১।
 - মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্ক।
 - বাইক্কার বিল।
 - লাউয়াছড়া জাতীয় উদ্যান।
 - নীলকণ্ঠ চা কেবিন (সাত রংয়ের চা)।