অনেক মানুষ আছে যারা পরিবার বিমুখ হয়ে যায়। এবং একা জীবন যাপন করতে চায়, যা খুবই বিপদজনক একজন মানুষের জন্য। এতে করে সে মানসিক রুগী হয়ে যেতে পারে অসৎ সঙ্গের কারণে জীবন ধ্বংস করে দিতে পারে। তাই কিছু পদ্ধতি অবলম্বন করে পরিবার বিমুখ ব্যক্তি কে পরিবারে ফিরিয়ে আন্তে হবে। নিম্নে কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করা হলো-
- যদি ব্যাক্তি টি নেশাগ্রস্ত হয়, তাহলে তার নেশা ছাড়ানোর ব্যবস্থা করতে হবে।
- যদি ব্যক্তিটি পারিবারিক ঝামেলা পছন্দ না করে তাহলে, পরিবারের ঝামেলা থেকে তাকে দূরে রাখতে হবে।
- যদি ব্যক্তির রাগ বেশি থাকার কারণে পরিবারের সদ্যদের থেকে দূরে থাকে তাহলে তার সাথে কম কথা বলে এবং তার দূরে থাকবেন। যদি সম্ভব হয় মানসিক ডাক্তার এর শরণাপন্ন হবেন।
- যদি ব্যক্তি কোনো ঝামেলার জন্য পরিবার থেকে দূরে থাকতে চায় তাহলে তাকে কিছুদিন এর জন্য সময় দিন। এবং পরিবারে নিয়ে আসুন।
উপোরোক্ত পদ্ধতি অনুসরণ করে দেখুন। এতে আমি আশা করি যে কাজ হতে পারে।