কি কি কারণে আপওয়ার্ক এ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় ?

ফ্রীল্যান্সিং একাউন্ট সবসময় যত্ন সহকারে নিয়ম মেনে চালানো উচিত। কারণ, যদি আপনার একাউন্ট কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে বিশাল ক্ষতির সম্মুখীন হবেন। নিম্নে কারণ গুলো তুলে ধরা হলো যে কি কারণে একাউন্ট বন্ধ করে দেওয়া হয়-

  • ফেক প্রোফাইল ফটো ব্যবহার করলে।
  • একজন ব্যক্তি ২টি একাউন্ট ব্যবহার করলে।
  • কেউ যদি আপনার একাউন্ট এ লগইন করার চেষ্টা করে।
  • আপওয়ার্ক এর Timetracker সফটওয়্যার হ্যাক করার চেষ্টা করলে।
  • প্রোফাইল লোকেশন ফেক বা ভুল দিলে।
  • ফেক রিভিউ কারো কাছ থেকে ক্রয় করলে।
  • কোনো ক্লায়েন্ট যদি আপনার নাম অভিযোগ করে।

উপরোক্ত কারণে একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে. যেমন, ১০০ এর মধ্যে ৯৯ ভাগ চান্স থাকে একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার।