আমার মতে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রীলাসিং ক্যারিয়ার এর মূল্য খুব ভালো। কারণ, ফ্রীল্যান্সিং একাউন্ট আপনার সিভি তে যোগ করে দিলে আপনি অনেক আই.টি ফার্ম এ এবং মাল্টিন্যাশনাল কোম্পানি তে অনায়েসে জব পেয়ে যাবেন। আমি অনেকেই দেখেছি, যারা প্রথম দিকে ফ্রীল্যান্সিং করতো কিন্তু এখন আই.টি ফার্ম বা মাল্টিন্যাশনাল কোম্পানি তে জব করছে তাও ভালো স্যালারীতে। বর্তমানে বাংলাদেশ সরকার ফ্রীল্যান্সিং নিয়ে যুব সমাজ কে দক্ষ করে তুলছে। কারণ, ফ্রীলান্সিং কাজের মাধ্যমে দেশে রেমিটেন্স আসে।