বহিরাক্রমন, অভ্যন্তরীন বিদ্রোহ, দাংগা হাংগামা প্রতিহত করে শান্তি শৃংখলা রক্ষা করার জন্য সামরিক বাহিনী কর্তৃক যে বিশেষ জরুরী অবস্থা জারী করা হয় তাকে সামরিক আইন বলা হয়। সামরিক আইন কোনো সাংবিধানিক আইন নয়। মূলত রাষ্ট্রের সাংবিধানিক আইন বন্ধ করে সামরিক আইন বলবৎ করা হয়। সামরিক আইন সাধারণত রাষ্ট্রের নাগরিকদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করে।