অপারেশন সার্চলাইট এর সংক্ষিপ্ত বর্ণনা

বাংলাদেশের ইতিহাসে ২৫ শে মার্চের কালো রাতে পাকিস্তানী বাহিনীদের দ্বারা পরিচালিত হয় অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইটের নাম দিয়ে পাকিস্তানী বাহিনী বাংলাদেশের মানুষকে গণহত্যা করে। ২৫ শে মার্চে এ অভিযান পরিচালনা করলেও এর পরিকল্পনা করা হয়েছিলো মার্চের প্রথম দিকে।

নিম্নে অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা কিভাবে করা হয়েছিলো, তা নিম্নে বর্ণনা করা হলো-

  • ৭ মার্চের ভাষণ এর পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ বঙ্গবন্ধুর সাথে সমঝোতা বৈঠক শুরু হয়। অন্যদিকে ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানে সামরিক প্রস্তুতি গ্রহণ করে।
  • ১৮ মার্চ আরমান আলী, ফরমান আলী ও টিক্কা খান অপারেশন নীলনকশা তৈরী করে।
  • ১৮ মার্চ আরমান আলী, ফরমান আলী ও টিক্কা খান অপারেশন নীলনকশা তৈরী করে।
  • ১৯ মার্চ পূর্ব পাকিস্তানের বাঙালি সেনাদের নিরস্ত্রীকরণ শুরু হয়।
  • অবশেষে লেঃ জেনারেল টিক্কা খানের সার্বিকভাবে এই পরিকল্পনার তত্ত্বাবধান করে ২৫শে মার্চ অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করে।

অপারেশন সার্চলাইটের পটভূমিঃ

অপারেশন সার্চলাইটের অর্থ হলো সবকিছু ধ্বংস করে হলেও মাটির উপর কর্তৃত্ব বজায় রাখা। ঢাকার দায়িত্ব দেওয়া হয় জেনারেল রাও ফরমান আলী এবং অন্য সব স্থানের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় মেজর জেনারেল খাদিম হাসেন রেজাকে। গণহত্যা করার পূর্বে পাকিস্তান আর্মি তে কর্মরত বাঙালি অফিসারদের হত্যা কিংবা গ্রেপ্তার কারার চেষ্টা করা হয় । অপারেশন সার্চলাইটের কথা যাতে বিশ্ববাসী না জানে, এর জন্য বিদেশী সাংবাদিকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ২৫ সে মার্চের রাতে রাজার বাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইবিআরসি, ঢাকার পিলখানা সহ সারাদেশের সাময়িক এবং বেসাময়িক মানুষ হত্যা করে।এর ফলে অনেক মানুষ মারা যায়। ঢাকা পরিণত হয় এক মৃত্যুপুরিতে। তখন ডেইলি টেলিগ্রাফের বিখ্যাত সাংবাদিক সায়মন ড্রিং জীবনের ঝুঁকি নিয়ে ২৫ শে মার্চের বর্বরতা কিছুটা তুলে ধরেছিলেন।

বাংলাদেশের প্রথম সরকার

মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য এবং বাংলাদেশ কে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এই সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চের স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এই সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে শপথ গ্রহণ করে, কিন্তু কার্যক্রম পরিচালনা করা হতো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে। তাই এই সরকার কে প্রবাসী সরকার বলে আখ্যায়িত করা হয়।

দপ্তর সমূহ:

১২ টি দপ্তর বা মন্ত্রনালয় নিয়ে মুজিবনগর সরকার গঠিত হয়। নিম্নে মুজিবনগর সরকারের ১২ টি দপ্তর বা মন্ত্রণালয়ের কর্যক্রম তুলে ধরা হলো-

নামপদবীমন্ত্রণালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরাষ্ট্রপতিছিল না।
সৈয়দ নজরুল ইসলামউপ-রাষ্ট্রপতিতিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।
তাজ উদ্দিন আহমেদপ্রধানমন্ত্রীপ্রতিরক্ষা, টেলিযোগাযোগ এবং তথ্য প্রচার, অর্থনৈতিক, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম এবং সমাজকল্যান, সংস্থাপন।
খন্দকার মোশতাক আহমেদমন্ত্রীপররাষ্ট্র, আইন এবং সংসদ বিষয়ক
এ এইচ এম কামরুজ্জামানমন্ত্রীকৃষি, ত্রাণ এবং পুনর্বাসন, সরবারাহ, স্বরাষ্ট্র।
ক্যাপ্টেন এম মনসুর আলীমন্ত্রীশিল্প ও অর্থ-বাণিজ্য।

উপদেষ্টা পরিষদ:

১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কে প্রধান করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।