হয়রানী মামলা থেকে রেহাই পেতে হলে কি করতে হবে ?

মূলত হয়রানি মামলা বলতে কোনো মামলা বাংলাদেশে নাই। কিন্তু বর্তমানে অনেক মানুষ মিথ্যা মামলায় জেল খাটছে অথবা আদালতে সময় মতো হাজিরা দিচ্ছে। আমার অভিজ্ঞতায় আমি একজন কে দেখেছি যে ৩-৪ তা মামলার আসামি কিন্তু আদালতে কোনো কিছু প্রমান হয় না। কারণ, মামলার বাদী এবং উকিল থাকে না।তাই আপনি যদি এমন মামলার সম্মুখীন হন তাহলে সাথে সাথে বিজ্ঞ উকিলের শরণাপন্ন হন।এবং তার মাধম্মে আপনি আপনার মামলা আদালতে পরিচালনা করুন।

Exit mobile version