সমুদ্রকন্যা কুয়াকাটা

কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা, কারণ এখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়। এই বৈশিষ্ট কুয়াকাটাকে অন্যন করেছে।আরো দেখতে পারবেন কুয়াকাটার পরিছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন।কুয়াকাটা ঘুরে দেখার জন্য মোটরসাইকেল ব্যবহার করতে পারেন।

নদী সড়ক পথে কুয়াকাটা যাওয়া যায়। সদরঘাট থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটা যাওয়া যায়। কিন্তু আরাম ও সময়ের কথা চিন্তা করলে যদি নদী পথে যাওয়া ভালো। অথবা বরিশাল থেকে বাসে করে কুয়াকাটা যেতে পারবেন।

Exit mobile version