পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বন হলো সুন্দরবন। ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ ভাবে রয়েছে। কিন্তু বাংলদেশে রয়েছে ৬,০১৭ বর্গ কিলোমিটার, যা ভারতের থেকে বেশি। খুলনা, সাতক্ষীরা, বরগুনা এবং পটুয়াখালী নিয়ে বাংলাদেশে সুন্দরবন অবস্থিত। ১৯৯৭ সালে সুন্দরবন ইউনেস্কোর কাছ থেকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়।
সুন্দরবন যদি ঠিকমতো ঘুরে দেখতে চান এবং এর গহীনে ঘুরতে যেতে চান তাহলে আপনাকে ৩-৪ দিন সময় নিয়ে ঘুরতে যেতে হবে। কারণ সুন্দরবনের কিছু স্পট আছে যেইগুলো আপনাকে অবশ্যই ঘুরে দেখতে হবে। স্পটগুলোর নাম হলো-
- করমজল।
- হারবাড়িয়া।
- কটকা।
- কটকা বিচ।
- জামতলা সৈকত।
- মান্দারবাড়িয়া সৈকত।
- হিরণ পয়েন্ট।
- দুবলার চর।
আপনি ঠিক মতো যদি সুন্দরবন ঘুরে দেখতে চান, তাহলে আপনি কোন ট্রাভেল এজেন্ট অথবা ট্যুর অপারেটর এর মাধ্যমে যাবেন। কারণ, সুন্দরবন ঘুরে দেখার জন্য আপনাকে ফরেস্ট ফী দিয়ে নিরাপত্তা রক্ষী নিতে হবে এবং ট্রলার, লঞ্চ অথবা ছোট জাহাজ ছাড়া সুন্দরবন ঘুরে দেখা অনেক কষ্টকর।তাই আপনি কোনো ট্রাভেল এজেন্ট অথবা ট্যুর এজেন্টের মাধ্যমে ঘুরতে যাবেন সুন্দরবনে।