ভালোলাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও এই ২ টি সত্তা একে অপরের পরিপূরক। কারণ, যার প্রতি ভালোবাসা থাকবে তার প্রতি ভালোলাগা থাকতে বাধ্য। কিন্তু যাকে ভালো লাগবে তার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে।যেমন-
কাউকে দেখে হয়তো ভালো লাগলো, আবার যখন তার থেকে ভালো কাউকে দেখবো তখন আবার তাকে ভালো লেগে যাবে। তাই ভালোলাগাটা হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু ভালবাসাটা সেইভাবে পরিবর্তনশীল হয়না। কারণ, ভালোবাসা যে কোনো একজনের প্রতি হয়ে থাকে। যা আপনার মনে সারা জীবন থেকে যাবে প্রিয়জনের উপস্থিতি বা অনপুস্থিতিতে।