ভালোবাসা কি শর্তসাপেক্ষ নাকি শর্তনিরপেক্ষ ?

ভালোবাসার রূপ অনেক, এর মধ্যেই আবার ভালোবাসা শর্তসাপেক্ষ অথবা শর্তনিরপেক্ষ। উদাহরণ দিয়া বুজলে আপনারা খুব সহজে বুজতে পারবেন, যেমন- প্রেমিক প্রেমিকার বা স্বামী স্ত্রীর ভালবাসা শর্তসাপেক্ষ। ধরুন প্রেমিক বা প্রেমিকা কিংবা স্বামী বা স্ত্রী অন্য কারো সাথে একান্তে যদি সময় কাটাতে চায়, তাতে দুই জনের মধ্যে কেউ রাজি হবে না।কিন্তু সন্তানের প্রতি পিতামাতার যে ভালবাসা সেটা শর্তনিরপেক্ষ। সন্তান যে অপরাধই করুক না কেন মাতা-পিতা কেবল মাত্র সহযোগিতার জন্য এগিয়ে আসেন।