বিনা কারনে পুলিশ যদি গায়ে হাত তোলে, সেক্ষেত্রে নাগরিক কি মামলা করতে পারবে ?

পুলিশ কোনো ভাবেই আপনার গায়ে হাত তোলার কোনো আইনগত অধিকার নেই।

এরপরও যদি কোনো পুলিশ আইন ভঙ্গ করে আপনার গায়ে হাত তুলে, তাহলে আপনি বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে পারেন। সেখানে বিচারের জন্য আপনি জুডিশিয়াল ইনকোয়ারি চাইবেন।যদি প্রাথমিক ভাবে বিষয় টি প্রমাণিত হয় তাহলে অপরাধী পুলিশ ট্রায়াল ফেস করবেন। পরে যদি অপরাধ প্রমান হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে।

আইজিপি কমপ্লেইন সেল ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে    কল করে এবং complain@police.gov.bd-এ ই-মেইলে করে অভিযোগ করতে পারবেন।

Exit mobile version