বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য কি দরকার ?

বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তেমন বেশি কিছু লাগে না। শুধু ২টা জিনিস দরকার হয় আর তা হলো ১. বিশ্বাস ২. সহযোগিতা।

বিশ্বাস: বিশ্বাস ভঙ্গ করলে যে কোনো বন্ধুত্ব অনায়েসে নষ্ট হয়ে যায়। কারণ, আপনার বন্ধু যদি আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললে আর আপনার সাথে বন্ধুত্ব রাখতে চাইবে না।

সহযোগিতা: যখন কোনো বন্ধু বিপদে থাকে বা কষ্টে থাকে তখন তার সহযগিতা খুবই দরকার হয়। কিন্তু তখন যদি আপনি সহযোগিতা না করে উল্টো নিজেকে গুটিয়া রাখেন তাহলে আপনার বন্ধুত্ব টিকার সম্ভবনা খুবই কম থাকে।

তাই এই ২টা জিনিস ঠিক মতো পালন করার চেষ্টা করবেন।