ফ্রীল্যান্সিং একাউন্ট সবসময় যত্ন সহকারে নিয়ম মেনে চালানো উচিত। কারণ, যদি আপনার একাউন্ট কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে বিশাল ক্ষতির সম্মুখীন হবেন। নিম্নে কারণ গুলো তুলে ধরা হলো যে কি কারণে একাউন্ট বন্ধ করে দেওয়া হয়-
- প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পাদন করলে বা অংশগ্রহণ করলে।
- অন্য ফ্রীলান্সার বা ক্লায়েন্ট একাউন্ট ব্যবহারকারীদের অপব্যবহার বা হয়রানি করা।
- কোন কাজ সম্পাদনের পর অতিরিক্ত অর্থ প্রদানের জন্য ব্ল্যাকমেলকরলে।
- কোনো ফ্রীলান্সার বা ক্লায়েন্ট এর সাথে প্রতারণা করা।
- ভাইরাস বা ক্ষতিকারক সাইটের লিঙ্ক ছড়ালে।
- নিজের আসল পরিচয় গোপন করলে।
- রেফারেল প্রোগ্রাম নিয়ে ব্যবসা করলে।
- অ্যাকাউন্ট ক্রয় বা বিক্রয় করলে।
- মানি লন্ডারিং, স্প্যামিং এবং হ্যাকিংয়ের মতো কাজ অথবা আমাদের শর্তাবলী লঙ্ঘন করে এমন প্রকল্পে পোস্ট করা বা অংশগ্রহণ করলে।
উপরোক্ত কাজ গুলো করলে একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে. যেমন, ১০০ এর মধ্যে ৯৯ ভাগ চান্স থাকে একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার।