প্রস্টেট এর সমস্যা কি ?

প্রস্টেট এর সমস্যা কি ? এর প্রতিকার কি ?

৪০ উর্ধ পুরুষদের প্রস্টেট এর সমস্যা (বড় হয়ে যাওয়া) হতে পারে। ওজন বেশি হলে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকলে এ রোগের ঝুঁকি বেশি। ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া, ফোটায় ফোটায় প্রস্রাব হাওয়া, সম্পূর্ণ প্রস্রাব করার অক্ষমতা এ রোগের প্রধান লক্ষণ। নিয়মিত শরীর চর্চা, অতিরিক্ত চা বা কফি না খাওয়া, চাপ হলেই আটকে না রেখে প্রস্রাব করা, ঠান্ডা পরিবেশ থেকে বেঁচে থাকা ইত্যাদি প্রস্টেট বেড়ে যাওয়া রোধ করতে পারে। এ রোগ হলে ডাক্তার দেখতে হবে এবং পরামর্শ মোতাবেক অপারেশন করা প্রয়োজন হতে পারে।

সবার জন্য শুভকামনা।