পীরগাছা রাবার বাগান

১৯৮৬ সালে ৩ হাজার একর জায়গা জুড়ে ১ লক্ষ ৫৪ হাজার রাবার গাছ নিয়ে গড়ে উঠেছে পীরগাছা রাবার বাগান। যেকোনো ঋতুতে, দিনে কিংবা রাতে এই রাবার বাগানের পরিবেশ রূপ বদল করতে থাকে। যা আপনার মন কে ভালো করে তুলতে পারবে। এছাড়া, আছে রাবার কারখানা যেখানে রাবারের বড় বড় শীট তৈরী করা হয়, যা দেখে আপনার অভিজ্ঞতার ঝুলি আরো ভারী হবে। এছাড়া, মোটরসাইকেল দিয়ে পুরো রাবার বাগান ঘুরে দেখা যায় মাত্র ৩০০-৬০০ টাকা মোটরসাইকেল এর ভাড়া দিয়ে।

আপনি যেখানে থাকুন না কেন, প্রথমে আপনাকে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আসতে হবে।সেখান থেকে রিক্সা বা সিএনজি দিয়ে পীরগাছা রাবার বাগান যাওয়া যায়।

Exit mobile version