পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অবলোকন করা যায়। তেঁতুলিয়া উপজেলা সদরে রয়েছে ভিক্টরিয়ান ধাঁচে বানানো ঐতিহাসিক ডাকবাংলো। এই ডাকবাংলোর কাছে কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে তৈরী করা হয়েছে পিকনিক স্পট। এই স্পট এবং ডাকবাংলোর বারান্দা থেকে শীত ও হেমন্তকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু কাঞ্চনজঙ্ঘা তখনি দেখা যায়, যখন আকাশ মেঘমুক্ত থাকে।
পঞ্চগড় যেতে চাইলে আপনি ট্রেন অথবা বাসে যেতে পারবেন। ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে পঞ্চগড় যেতে পারেন, সেখান থেকে লোকাল বাস অথবা সিএনজির মাধ্যমে তেঁতুলিয়া যেতে হবে। অথবা, ঢাকার শ্যামলি, মিরপুর ও গাপতলী বাসস্ট্যান্ড থেকে তানজিলা ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইস, বরকত ট্রাভেল এবং নাবিল পরিবহনের মাধম্যে পঞ্চগড় যেতে পারবেন। সেখান থেকে লোকাল বাস অথবা সিএনজির মাধ্যমে তেঁতুলিয়া যেতে হবে।