নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার একটি ঐতহ্যবাহী গ্রামের নাম বিরিশিরি। এইখানে আকর্ষণীয় স্থান হলো চীনামাটির পাহাড় এবং নীল পানি হৃদ। এছাড়া, বিরিশিরির অন্যান্য জায়গায় আরও দেখতে পারবেন সোমেশ্বর নদী, কমলা রানীর দিঘী ও রানিখং গীর্জা।
ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে জিন্নাত পরিবহন নেত্রকোনার সুখিনগর পর্যন্ত যায়। সেইখান থেকে একটা ছোট্ট নদী পার হয়ে রিকশা, বাস অথবা মোটরসাইকেল দিয়ে দুর্গাপুর যেতে হয়। সেখান থেকে হেটে অথবা রিক্সা দিয়ে আপনি আপনার পছন্দের জায়গায় ঘুরতে পারবেন।অথবা, আপনি ঢাকার কমলাপুর থেকে রাত ১১ টা ৩০ মিনিটে হাওর এক্সপ্রেস এর মাধ্যমে শ্যামগঞ্জ ট্রেন স্টেশনে নেমে বাস অথবা সিএনজির মাধ্যমে বিরিশিরি যেতে পারবেন।