কীভাবে ভালোবাসা শেষ হয়ে যায়?

প্রেমের শুরুতে ছেলেটি বা মেয়েটি তার প্রিয়জনের চোখে সুদর্শন হওয়ার জন্য ফিটফাট থাকে।সুন্দর করে সাজা, সুন্দর জামাকাপড় পরা, শরীরের যত্ন নেয়া, ভালবাসি বলা, একে অপরের জন্য সময় বের করা । যেই একবার বিয়ে টা হয়ে গেলো, অমনি এসবে অবহেলা দেখা দেয়।ছেলেটা এখন অগোছালো, মেয়েটাও আর রূপচর্চায় মনোযোগী নয়, নিয়মিত ভালবাসি বলাটা একঘেয়ে মনে হয়।

কিন্তু দুইজনের ভাবখানা এমন যে সে তো শুধু আমার, এখন আর অন্যের প্রতিদ্বন্দ্বিতার তো কোন সুযোগ নেই।অথচ, মন এমন যে কেউ যদি আপনার প্রিয়জনের চেয়ে একটু বেশি কেয়ার করে, মন সেই কপটতা ধরতে পারে না, এবং কোনো কিছু না ভেবেই তার দিকে ঝুকেঁ পড়ে। ঠিক তখনি ভালবাসায় মরচে ধরে এবং ভালবাসা আস্তে আস্তে শেষ হতে থাকে।