আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কোনো বন্ধু নেই। আবার বন্ধুত্ব গড়ে উঠলে তা আবার ভেঙে যায় কিছুদিন এর মধ্যে। এর কিছু কারণ রয়েছে যা নিচে তুলে ধরা হলো-
- যদি মনের মধ্যে অহংকার থাকে।
- নিজেকে অন্য সবার উর্দ্ধে মনে করলে।
- সবসময় নিজের প্রশংসা করলে।
- অন্যের কথার কোনো মূল্যায়ন না করলে।
- কোনো কথা দিয়ে কথা না রাখলে।
- বিপদের সময় সহযোগিতার হাত না বাড়ালে।
- সবসময় নিজেকে প্রতিযোগিতার মধ্যে রাখলে।
উপরক্ত কারণ গুলোর জন্য একজন মানুষ কখনও বন্ধু পায় না। তাই এইসব দোষ গুলো নিজের মধ্যে থেকে দূর করতে হবে।