আইন প্রণয়ন এবং প্রয়োগের মিলিত রূপ হচ্ছে আইন ব্যবস্থা। কিন্তু কিছু কিছু কারণে যেকোনো দেশের আইন ব্যবস্থা দুর্বল হয়ে পরে। নিম্নে কারণ গুলো তুলে ধরা হলো-
- গনতন্ত্রের সঠিক চর্চা না থাকলে।
- আইন প্রোয়গকারী লোকের সংখ্যা কম থাকলে।
- আইন বিভাগ যদি পরাধীন হয়।
- আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা যদি দুর্নীতি পরায়ণ হয়।
- জনসচেতনতা কম থাকলে।
উপরোক্ত কারণ গুলোর ফলে আইন ব্যবস্থা দুর্বল হয়ে থাকে।