একজন দক্ষ ট্রেডার হওয়ার জন্য আপনাকে টেকনিক্যাল এ্যানালাইসিস(ট্রেন্ডলাইন, সার্পোট-রেসিসটেন্ট, চার্টপ্যাটেন, ক্যান্ডল স্টিক), ফান্ডামেন্টাল এ্যানালাইসিস এবং সেন্টিমেন্ট এ্যানালাইসিস সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এই ৩ টি এ্যানালাইসিসের উপর ভিত্তি করে একজন দক্ষ ট্রেডার ট্রেডে এন্ট্রি করে।
এ্যানালাইসিস শিখা শেষ হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে হবে। কারণ, ফরেক্স মার্কেটে টিকে থাকার মূল মন্ত্র হলো মানি ম্যানেজমেন্ট। আপনার অ্যাকাউন্টের মূলধন যদি লস করে ফেলেন, তাহলে তা পুনরুদ্ধার করা খুবই কষ্টকর। যদি আপনি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করেন, তাহলে লস হওয়ার সম্ভবনা অনেক কম থাকে।