আইন কাকে বলে ?

আইন হল কাঠামোগত বিধিবিধান।আইন হল কাঠামোগত বিধিবিধান। যে কোনো নির্দিষ্ট বিষয়ে নিয়ম নীতিমালা যখন সকলের জন্য সমান ভাবে মেনে চলার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাকে আইন বলা হয়।

আইন ছাড়া আমাদের সমাজ ক্ষেত্র, অর্থনীতি ক্ষেত্র এবং রাষ্ট্র সঠিক ভাবে পরিচালনা করা অনেক কঠিন হয়ে যাবে। সবসময় বিশৃঙ্খলা সৃস্টি হবে।সবাই নিজ নিজ নিয়ম মাফিক চলবে এবং যা খুশি তা করবে। যার ফলে মানুষ জাতি শেষ হয়ে যেতে পারে যদি আইন না থাকে।

Exit mobile version