প্রত্যেক মানুষের আচরণ আলাদা। তাই এক এক মানুষকে এক এক ভাবে চিনতে হবে। নিম্নে কিভাবে যেকোনো মানুষ কে চিনতে পারবেন, তা তুলে ধরা হলো-
- যে সব মানুষ গতিতে চলাচল করে তারা সাধারণত মানসিকভাবে অত্যান্ত শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়।
- যে সব মানুষ ধীরে ধীরে কথা বলে তারা সাধারণত খুব বুদ্ধিমান হয়।
- আবার যারা খুব দ্রুত কথা তারা মানসিক ভাবে অস্থির হয়ে থাকে। তারা যে কোনো গোপন কথা খুব জলদি মানুষের কাছে বলে দেয়।
- নাম মনে রাখা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ গুণ। যারা নাম মনে রাখতে পারে তার সাধারণত বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে।
- যারা চোখে চোখ রেখে কথা বলতে পারে তারা সাধারণত সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে থাকে।
এই ৫ গুণাবলীর উপর পর্যালোচনা করে মানুষ কে আপনি চিনতে পারবেন।