ভাওয়াল রাজবাড়ী ও ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। এই ২ টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। তাই যারা ইতিহাস পছন্দ করেন, তাদের জন্য আদর্শ জায়গা।
ভাওয়াল রাজবাড়ী গাজীপুর জেলার জয়দেবপুর অবস্থিত, এই রাজবাড়িটি ৫ একর জমির উপর গড়ে উঠেছে।ভাওয়াল রাজবাড়ীতে মোট ৩৬৫ টি রুম রয়েছে, এবং রাজবাড়ীর বিভিন্ন অংশের নাম আছে।রাজবাড়ীর পশ্চিম দিকে রয়েছে বিশাল দীঘি ও সামনে বিস্তৃত সমতল মাঠ।
ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। ইহা একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। তাই যারা ইতিহাস পছন্দ করেন, তাদের জন্য আদর্শ জায়গা। ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী মূলত হিন্দু জমিদার পরিবারের সদস্যদের শবদাহ সৎকারের জন্য ৫ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয়। ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী ৬ স্তম্ভ বিশিষ্ট সৌধ ও একটি শিব মন্দির নিয়ে গঠিত।
ঢাকা থেকে গাজীপুর গামী বাসে উঠে শিববাড়ি পৌঁছে রিক্সা দিয়ে যেতে পারবেন ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী ও ভাওয়াল রাজবাড়ী।আর যদি দূর থেকে আসেন তাহলে আপনি হোটেল ভাড়া নিয়ে রাত্রি যাপন করতে পারেন।