নিবর্তনমূলক আইন কী?

যে আইনের আওয়ায় একজন ব্যাক্তিকে অপরাধ সংগঠনের পূর্বে আটক করার বিধান বাস্তবায়িত করা হয়ে থাকে তাই নিবর্তনমূলক আইন বলে পরিচিত।নিবর্তনমূলক আইন কিছু ক্ষেত্রে কার্যকরী এবং কিছু ক্ষেত্রে অকার্যকর হিসেবে ধরা হয়। পূর্বে সংবিধানে নিবর্তনমূলক আটকের কোনো বিধান ছিল না।

Exit mobile version