১২০ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখন্ড এবং পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো কক্সবাজার। এই জায়গায় সবসময় পর্যটকদের ভীড় থাকে, কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্থান কক্সবাজার। কক্সবাজারে সমুদ্র সৈকত দেখার পাশাপাশি আরো ঘুরে দেখতে পারবেন কিছু জায়গা। সেই জায়গার নাম গুলো হলো:
- হিমছড়ি।
- ইনানী সমুদ্র সৈকত।
- মহেশখালী।
- রামু বৌদ্ধ বিহার।
- রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড।
- সেন্টমার্টিন।
ঢাকা থেকে কক্সবাজার আপনি ট্রেন, প্লেন, বাস এর মধ্যমে যেতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কক্সবাজার আসতে পারবেন। আর কিভাবে আসতে হয় তা সবারই জানা। যদি না জানেন তাহলে একটু গুগল এ সার্চ করেন, সব জানতে পারবেন কক্সবাজারের ব্যাপারে।
এইখানে থাকার ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা ভালো আছে। কিন্তু শীতকালে কক্সবাজারে সবকিছুর মূল্য তুলনামূলক একটু বেশি থাকে।