ই-কমার্স ব্যাবসায় নিজস্ব ব্রান্ডের ওয়েবসাইটের গুরত্ব কতটুকু ?

আমাদের দেশে অনেকেই শুধু ফেইসবুক পেজ দিয়ে ই-কমার্স ব্যবসা করে থাকে। যার ফলে, তাদের ব্যবসা ১টা অদৃশ্য বিপদের সমুক্ষিন থাকে| যেমন মাঝে মাঝে ফেইসবুক এর রুলস ভঙ্গ হলে পেজ বন্ধ করে দেয় ফেইসবুক কর্তৃপক্ষ। তাছাড়া অনেকেই রিপোর্ট দিয়ে পেজ বন্ধ করিয়া দেয় বা হ্যাকার হ্যাক করে ফেইসবুক পেজ তা নিয়ে নষ্ট করে দেয়| যার অনেক কষ্ট করে তৈরী করা ইকমার্স বিজনেজ পেজ শেষ হয়ে যাই, সাথে শেষ হয়ে যাই কষ্ট করে গড়ে তোলা ব্যবসা। কিন্তু আপনি নিজের ব্রান্ডের ওয়েবসাইট অন্য সব অনলাইন মার্কেটিং এ অ্যাড করে দেন এতে আপনি অনেক অ্যাডভান্টেজ পাবেন| যেমন আপনার ফেইসবুক পেজ খুব সহজে ভেরিফাই করতে পারবেন, যার ফলে আপনার ফেইসবুক পেজ অনেক সম্যসা থেকে রক্ষা পাবে|

Leave a Reply